বিপ্লব ও মায়া

কিভাবে পারিস তুই বিপ্লবী?
প্রিয়ার চোখের দিকে না তাকিয়ে বিদায় নিতে?
ছেলের আধো আধো “বাবা” ডাক কি তোকে একটুও ভাবায় না?
মায়ের “খোকা” ডাক কি তোর চলন্ত পদে একটুও কাঁপন ধরায় না?
বাবার মৃদু ধমক শোনার প্রবল আকাংক্ষা কে তুই কিভাবে বাঁধ দিয়ে রাখিস?
তুই ই বোলে যা, তোর দাদুকে আমি কি বলে সান্ত্বনা দিব?

জানি এসব জবাব তোর কাছে নেই।
কর্তব্যের অমোঘ টানে তুই আজ বাঁধা।
জাতি যেখানে ধ্ব্ংসের মুখোমুখি,
ইসলামের পতাকা যেখানে ভুলুন্ঠিত,
সেখানে সংসারের এসব মায়াকে অতিক্রম না করতে পারলে তুই কিসের বিপ্লবী?