বিপ্লব তুমি

বিপ্লব, তুমি কি গুম হয়ে যাওয়া লাশ?
নাকি রক্তাক্ত পথে হেঁচড়ে চলা আর্তনাদ?

কোথায় তুমি বিপ্লব?
তুমি কি দেখনা ফিলিস্তিনে আবু খুদাইর এর লাশ ?
ট্যাঙ্ক এর বিপরীতে দাঁড়ানো ইট হাতের দুঃসাহসীকে ?
তুমি কি দেখনা চীনে রোজা রাখতে না পারার যন্ত্রনায় কাতর আব্দুর রহিমকে ?
তুমি কি দেখনা বার্মায় নিজ ঘরে পরবাসী ফরহাদকে ?
তুমি কি দেখনা শ্রীলঙ্কায় আগুনে পোড়া হোসাইন কবির কে ?

তোমার অপেক্ষায় কাতর উম্মাহ আর কত মরবে ?
আর কত লাশ পড়লে আমাদের ঈমান তাজা হবে?

তোমার অপেক্ষায় আজ তৃষ্ণার্ত উম্মাহ পথহারা।