জল্লাদের উল্লাস মঞ্চ

এই জল্লাদের উল্লাস মঞ্চই আমার দেশ।
এর ইতিহাস অত্যাচারীর হুংকার আর শোষিতের আর্তনাদের।
এর ইতিহাস ক্ষুদ্র নিম্ন মানসিকতার কাপুরুষ প্রজাতির।
মৃত্যুতে উল্লাস, লাশের উপরে নৃত্য, সুয়ারেজ লাইনে খুঁজে পাওয়া সৈনিকদের লাশ এই দেশের ইতিহাস।
এর ইতিহাস অপরের কৃতিত্বকে হাইজাক করে নেওয়া অহংকারের।
এর ইতিহাস মিথ্যার বসতির উপরে দাঁড়ানো।
এর নিজস্ব কোন কৃতিত্ব নেই, ছিলোনা।

এই আমার স্বদেশ। ঘৃণার কসাইখানা.....