তুরষ্কে আসার পর প্রথম অনুভূতি

আমাদের ভারচুয়াল আধ্যাত্মিক কফিশপে মনে মনে এস্প্রেসো পান করতে করতে তামিম ভাইর প্রশ্নের উত্তর দিলাম। ফেবুতে পোস্টের টাইমে ২-১টা পরিবর্তন আছে।

"কেমন লাগতেসে কোশ্চেনটা কমপ্লিকেটেড ভাই। ওভারঅল কোনিয়া সুন্দর জায়গা। আমার ক্যাম্পাস এর আশপাশে প্রচুর পাহাড়। ক্যাম্পাস অনেক বেশী বড়। শীত চলে আসছে ইতিমধ্যে। সমস্যা হলো পাহাড়ে গাছপালা কিচ্ছু নাই। তাই হিল ট্রেকিং এ যাওয়ার ইচ্ছা বাদ দিয়েছি।

আপনি যদি "তুরস্ক" আর এরদোগান এর রাজনৈতিক অবস্থা দেখে তুর্কিকে "মুসলমানের দেশ অনেক পবিত্র" ভাইবা অনেক আশা নিয়ে আসেন, তাইলে হতাশ হইবেন। আবার পুরো ইউরোপিয়ান ধারা ও এখানে অনুপস্থিত। বিরাট বিরাট ওসমানী স্টাইলের মসজিদ আছে অনেক। কিন্তু হাফ প্যান্ট পড়া ললনা আর রাস্তার পাশে প্রেয়সীর কোলে শুয়ে থাকা পুরুষও প্রচুর.

আমার কাছে এইটা এই মুহূর্তে পশ্চিমা খাচড়ামি, লাইফ স্টাইল আর আর্কিটেকচার এর প্রবেশ দ্বার। আর ইউরোপিয়ান দের কাছে এটা প্রাচ্যের লাইফ স্টাইলে প্রবেশের দরজা।

আমার মতো নিভৃতচারী মানুষের জন্যে ভালো জায়গা। হইহল্লা নাই, মানুষজন কম। ফুটপাথ দিয়া চোখ বন্ধ কইরা হাঁটতে গেলে ল্যাম্প পোস্ট ছাড়া আর কিছু সাথে ধাক্কা খাওয়ার চান্স কম। "