Book Review - Muhammad: A Prophet for Our Time

মাত্র ১৬০ পৃষ্ঠার একটা বই। হযরত মুহাম্মদ (স:) এর জীবনী কারো পড়া না থাকলে একদম বিগিনিং হিসেবে শুরু করা যেতেই পারে। সর্বশ্রেষঠ মানুষের জীবনের পুরো অংশ এতো ক্ষুদ্র বইয়ে উঠে আসা সম্ভব নোয় একদম। Karon Armstrong সেই চেষ্টা করেছেন যতটুকু সম্ভব। ওনার মাধুর্য মন্ডিত লেখনী আর আবেগঘন ঘটনার বর্ণনা প্রশংসা অবশ্যই করতে হবে।

যেহেতু একদমই ছোট একটি বই, খুব ডিটেইলস কিছু আশা না করাই ভালো। ডিটেইলস এ যেতে হলে অবশ্যই আরো বড় বইয়ে যেতে হবে। আমি সাজেস্ট করবো Dr Yasir Qadhi এর ১১৪ পর্বের লেকচার সিরিজ শুনতে। প্রায় ১৩০ ঘণ্টার লেকচার সিরিজে উনি সব মেইন ইভেন্ট তো তুলে এনেছেন ই, খুঁটিনাটি অনেক ঘটনার বিভিন্ন বর্ণনাকারী থেকে পাওয়া মতপার্থক্য সমূহ ও সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন।