বৃষ্টি
হিউম্যান সাইকোলজি এর উপরে বৃষ্টি এর প্রভাব অদ্ভুত মনে হয় আমার কাছে। বাইরেে বৃষ্টি হচ্ছে? কবিতা পড়তে কিংবা গান শুনতে অদ্ভুত ভালো লাগে সেই সময়। আর গানগুলাও তো একেকটা মাশাল্লাহ। বৃষ্টি নিয়ে লেখা ৯০% গান ই বিরহের। উপচায়া উপচায়া পড়ে আবেগ।
"ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না, সে যেনো এসে দেখে ....... কেমন করে কেদেছি ..."
"আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায় ..."
"বৃষ্টি দেখে অনেক কেদেছি ..."
"যদি মন কাদে, তুমি চলে এসো এক বরষায় ..."
"এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে ..."
"বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে ..... পুরনো গানটার সুর আজ মন কাদায় ..."
"রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে ... মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায় ... "
"এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ।”
"বর্ষা মানেনা, ঝরেছে জলধারা ...... মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন, বলে যায় তোমায় অনব ভালবাসি ... ”
“এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, সময় আমার কাটে না ...”
"শ্রাবনের মেঘগুলো জড়ো হল আকাশে ... আজ কেনো মন উদাসী হয়ে ... দুর অজানায়া চায় হারাতে ... "
"এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায় ... "
এমন লেখে শেষ করা যাবে না আসলে। বৃষ্টিকে চোখের পানির সাথে তুলনা করতে আমাদের বড়ই ভালো লাগে। কষ্টকে আকাশপ্রমাণ সাইজ দিতে বৃস্টির জুড়ি নাই। বৃষ্টি নিয়ে ফ্যান্টাসি কি কমানেোর কোন প্রয়োজন আছে আসলে ? থাকুক না একটু আধটু ফ্যান্টাসি... কষ্টের কথা ভেবে যদি একটিখানি সুখ পাওয়া যায় মন্দ কি ?
বৃষ্টিতে সবাই ভালো থাকুক। সবার মন মেঘমুক্ত থাকুক।