বই প্রকাশকদের কাছে অনুরোধ
বই লেখা, প্রকাশনার সাথে জড়িত সবার কাছে আরেকটা অনুরোধ। অনুগ্রহ করে বইয়ের ডিজিটাল ভার্সন ও প্রকাশ করুন। সেটা গুগল বুকে হোক, অ্যামাজন এ হোক, কিংবা নিজেদের সিস্টেম ডেভেলপ করেও হোক।
কয়েকদিন আগে ডয়েচ ভেলের একটা ভিডিও দেখলাম, পশ্চিমবঙ্গে বাংলাদেশী থ্রিলারের সাফল্য নিয়ে। প্রায় দেড় কোটি টাকার মতো বাংলাদেশী বই রপ্তানি হয় প্রতি বছর ওখানে । উল্টাদিকে বাংলাদেশ আমদানি করে সাড়ে চার কোটি টাকার উপরে। এই হিসাবটা পুরো উলটপালট করে দেওয়া সামর্থ্য আমাদের যে আছে, সেটা রকমারির টপ সেলিং বই গুলা দেখলেই বুঝা যায়।
আমি বাংলাদেশী পিডিএফ ফোরাম দুইটায় প্রতিদিন ঘুরাঘুরি করি পিডিএফ নামাইতে। প্রচুর পশ্চিম বঙ্গের লোকজনও দেখি এগুলায়। আপনারা যেই বই চুরির ভয়ে ডিজিটাল এডিশনে যাইতে ভয় পাইতেসেন, বাস্তবতা এমন না। আপনার মার্কেট অটোমেটিক অনেক বড় হয়ে যাবে আপনি ডিজিটাল ভার্সন রিলিজ করা শুরু করলে। টেকনোলজিতে ইনভেস্ট করেন কিছুটা, ফলাফল হাতেনাতে পাবেন না, কিন্তু এই স্টেপটাই হবে একটা বড় মার্কেটিং।