বাংলাদেশের স্টার্টআপের দুরাবস্থা এবং জব ইনসিকিউরিটি
সহজের ১৫০জন কর্মী ছাঁটাই আবার বাংলাদেশের প্রতিটা ফেইলড স্টার্টআপের অবস্থা চোখের সামনে দেখিয়ে দিলো। তারা একটা ব্যবসার কোমড় না দাঁড়াতেই ১০টা নতুন আইডিয়া Eexecution শুরু করে। Start-up 101 এর পড়ালেখা থাকলেই এই কাজের খারাপ প্রভাব কোথেকে আসে বুঝে যাওয়া কথা ছিলো। পাঠাও, ইভ্যালি, সহজ সব একই কাজ করসে। তাদের মেইন বিজনিস এর টাকা ভাইঙা আরো ১০টা সার্ভিস চালু করে ফেলসে Consequence না বুঝেই।
এর সবচেয়ে খারাপ দিকটা আইসা পড়বে দেশী জব সেক্টর এ। দেশে এমনিতেই চাকরীর বাজারে সরকারী চাকরীর প্রভাবের ধারেকাছে আর কোনকিছু নাই। এর একমাত্র কারণ অবিশ্বাস আর আস্থাহীনতা। টেক সেক্টরটা এই জায়গায় একটা আলাদা জায়গা দখল করসিলো। কিন্ত গত ১বছরে তিনটা বড় জায়ান্টের পতন দেখাইয়া দিলো এই জায়গাও দেশে কতটা Volatile। ছোটখাট কোম্পানিগুলো এখন একটু অভিজ্ঞ লোক খুঁজেই পায়না। বেশীরভাগ সিনিয়র ডেভেলপাররা হয় ইউরোপ চলে যাচ্ছে, অথবা রিমোট জব করতেসে দেশের বাইরের কোম্পানিতে। দেশী কোম্পানিতে বিশ্বাস রাইখা তো তারা প্রতিদিন ঠকতেসে। এর ফলে একটা সলিড Start-up আইডিয়া দাঁড় করানো দিন দিন আরো কঠিনতর হচ্ছে।
আমেরিকা-ইউরোপে স্টার্টআপ ফেইল করা প্রতিদিনের ঘটনা। ওদেরকে সেটা ইমপ্যাক্ট করেনা, জব সেক্টর অনেক বড়। আমাদের টেক স্টার্টআপ আছেই একদম হাতেগোনা। এক ভাই বড় একটা ইনভেস্ট পেয়ে ওনাদের একটা সফটওয়ারের জন্য টিম বড় করার সিদ্ধান্ত নিসিলেন। ৬ডিজিট স্যালারি অফার করে ৬মাসে ১জন সিনিয়র ইন্জিনিয়ার হায়ার করতে পারসেন। পরে বাধ্য হয়ে দেশের বাইরের থেকেও চেষ্টা করসেন, তবুও ব্যর্থ নতুন হায়ারিং এ। এর ফলে তাদের সফটওয়ারের improvement এর কাজ প্রতিদিন দেরী হচ্ছে।
আমার নিজের কথা যদি ধরি, ছোটখাট একটা আইটি ফার্ম দেশের বাইরের থেকে ম্যানেজ করার চেষ্টা করছি বছরখানেক ধরে। জুনিয়রের চেয়ে একটু উপরের লেভেলের শূণ্য অভিজ্ঞতার ইন্জিনিয়ার হায়ার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ২৫হাজার টাকা স্যালারি অফার করেও জুনিয়র মিড লেভেলের কাউকে পাওয়া যায়না।
আরেকটা ব্যাপার এখানে যোগ করা দরকার, বাইরের রিমোট পার্মানেন্ট রিমোট ডেভেলপার জব জোগাড় করা খুব সহজ কোন ব্যাপার না। মোটামুটি গড়ে ৪-৬টা ইন্টার্ভিউ প্রোসেস থাকে প্রতিটা সাক্সেসফুল জব অ্যাপ্লিকেশনে। আর ৬টা ইন্টার্ভিউয়ের পরেও জব না পাওয়াটাও খুব স্বাভাবিক। তবুও প্রচুর ডেভেলপার এখন এটার পেছনে এখন লেগে আছেন। একমাত্র কারণ জব সিকিউরিটি (+ টাকা অনেক বেশী)।