টাইম পাস

অলস সময় পার করা আমার কাছে বিরক্তিকর একটি ব্যাপার। হ্যা, প্রচুর আজাইরা কাজে সময় নষ্ট করি আমি, কিন্ত মনের মধ্যে সারাক্ষণ সেটা নিয়ে একটি খুঁতখুঁতানি কাজ করে। ভার্সিটিতে থাকতে উত্তরা থেকে শাহজাহানপুর ৪ বছর আসা যাওয়া করেছি। আমার পড়া বেশীরভাগ বইই তাই শেষ হয়েছে ঢাকার লোকাল বাসের মধ্যে। "All Quiet on the western Front" পরা শেষ করে ভার্সিটির বাসেই টপটপ করে পানি পড়েছে। আবার "দুই পলাশী দুই মীরজাফর" পড়তে পড়তে মেহেদী ভাইকে ফোন করেছি অবাক হয়ে, "ভাই কাহিনী কি! বলছে কি এসব!।" ভার্সিটির ডর্মটা এরিয়ার ভেতরে হওয়ায় এখন তাই হেঁটেই চলাফেরা করি ক্লাস-ক্যান্টিনে। ২০মিনিটের হাঁটা রাস্তা। হাঁটতে হাঁটতে বই পড়ার ও উপায় নেই। তারিক ভাইর বুদ্ধি কাজে লাগানোর ভালো সুযোগ পাওয়া গেলো এবার। প্রয়োজনীয় বেশ কিছু লেকচার অডিও ফাইল করে নিলাম Tubemate দিয়ে। যেসব লেকচারে শুধু শুনলেই কাজ হয়, হাঁটতে হাঁটতেই শোনা শুরু করে দিলাম। আসার পর থেকে এখন পর্যন্ত অলমোস্ট ১১৫ ঘন্টার মতো শোনা হয়েছে আলহামদুলিল্লাহ। কিছু লেকচারার এর কথা বলার স্পীড একটু কম বিধায় Pulsar নামক একটি অ্যাপ ইউজ করছি এখন প্লেব্যাক স্পীড বাড়িয়ে শুনার জন্যে। অডিও বুক অতটা অপ্রতুল না হওয়ায় রাস্তা-ঘাটে গান শোনা কিছুদিন কমিয়ে দিয়ে ইন্টারেস্ট জাগানিয়ে কোন বিষয় নিয়ে লেকচার বা পডকাস্ট ডাউনলোড করে শুনার চেষ্টা করে দেখতে পারেন। আস্তে আস্তে প্লেব্যাক স্পীড বাড়িয়ে শুনতে থাকলে লিসেনিং এর প্রসেসিং টাইম একটু হলেও উন্নতি হবে আশা করি।