ভুলের চেষ্টা
বুঝাবুঝি ভুলের চেষ্টা,
ফেলে আসা ভোর,
অবাক রাতের শেষে,
নি:স্ব রিক্ত অধর,
মুখোমুখি অস্থির তনু,
আর ক্ষুদ্ধ ভালোবাসা,
অবিশ্বাসের অনলে পুড়ে,
প্রাপ্তির ক্ষীণ আশা।
মরিচিকার আর চোরাবালি,
ছুঁতে চাইছি যত,
ডুবছি আমি, ছুটছি আমি,
ক্ষয়ে যাচ্ছি তত।
তবুও আমি না পাই খুজে
সোনার হরিণখানি,
ব্যাঙ্গ করে, ঠাট্টা করে,
নাই মোর তাতে গ্লানি।