তুর্কীদের উদারতা

সেমিস্টার শেষ। রুমমেটদের সাথে গেলাম কোফতে খাইতে। বাংলায় কাবাব আরকি। একটা খাইয়া পেট ভরেনা, ২টা খাওয়া লাগে। ফার্স্ট দফা খাওয়া দাওয়া কইরা রেস্ট নিচ্ছিলাম। শুধু আমরাই ছিলাম তখন দোকানে। কোফতেওয়ালার পরিচিত একজন আসলো কিছু অর্ডার করতে। টাকা পে করার সময়ে ড্রিংকস সহ আমাদের কতো টাকা বিল আসছে জিজ্ঞেস করলো। তারপরে কিছু না বলে আমাদের টাকাও পে করে দিয়ে চলে গেলো। আমরা সব হা হয়ে তাকায়া রইলাম। বাংলাদেশী টাকার হিসেবে মোটামুটি ১০০০টাকার মতো পে করে দিসে আমাদের ৫জনের।

ইস্তানবুলে Fetih মসজিদের পাশে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। পাশে বসা এক দল চাচা মিয়া অবজার্ভ করতেছিলেন। আমাদের কথা বার্তার ধরন দেখে রাজনীতি, ইসলাম এসব আন্দাজ করতে পেরেছিলেন কিভাবে জানি। পরে আমাদের দেশের কি অবস্থা এসব জিজ্ঞেস করলেন ওনারা। চলে আসার সময়ে চায়ের দাম প্রায় ৩০০টাকার মতো পে করে দিলেন। :D