বই রিভিউ - জিন্দাবাহার

অদ্ভুত সুন্দর ! পরিতোষ সেন একজন চিত্রকর। শিল্পীর মনন, চিন্তা করার ক্ষমতা, দৃষ্টির তীক্ষ্ণতা হতে হয় সুনিপুণ। যেমনটি উনি মানসপটে কোন একটি স্থির চিত্র রেখে আস্তে আস্তে জল্পনা কল্পনা করেন এবং তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেন অনুপম সব চিত্র, ঠিক সেভাবেই অপূর্ব শব্দ ভান্ডারে পরিতোষ সেন যেন তুলে আনলেন উনিশ শতকের পুরান ঢাকাকে একদম চোখের সামনে। কবুতরের প্রতিযোগীতা, গাজীপুরের বাঘ, পুরান ঢাকার বারবণিতার দল, বুড়িগঙ্গায় তাদের স্নান কোথায় পেতাম এসবের বর্ণনা যদি এই বইটা না পড়তাম। বইয়ের প্রতিটি ঘটনা যেন চোখের সামনে দেখছি, এমনি অপূর্ব পরিতোষ সেনের বর্ণনা।

পরিশেষে কেবল বলবো, "কামাল কামাল ! গজব গজব!